Kutubdia 1 Night 2 Days Camping Tour - কুতুবদিয়া ক্যাম্পিং ট্যুর

 কুতুবদিয়া ক্যাম্পিং ট্যুর

এক রাত দুই দিন। 

বাজেট - ২৫০০/-

সাগরের পাড়ে উইন্ডমিল নিয়ে দেশের একমাত্র বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। 

আমরা দুই বন্ধু প্রথম ক্যাম্পিং এর স্বাদ নেয়ার উদ্দেশ্যে নিজেদের টেন্ট নিয়ে চলে যাই কুতুবদিয়ায়। 

ঢাকার আব্দুল্লাহপুর থেকে ৭৫০ টাকার টিকেট কেটে রাত সাড়ে নয়টায় রওনা দেই নেই চকরিয়ার জন্য। 

চকরিয়া বাস স্ট্যান্ড নেমে পড়ি ভোর সাড়ে পাঁচটায়। সূর্য তখনও উঠেনি। শীতের রাতে গরম চা খেতে খেতে সময় কাটাই হোটেলে বসে। 

নাস্তা করে সাড়ে ছয়টার দিকে সূর্য উঠলে পাশেই সিএনজি স্ট্যান্ডে চলে যাই। চকরিয়া বাস স্ট্যান্ড থেকে মগনামা ঘাটের সি এন জি ছাড়ে। ভাড়া ৬০ টাকা জন প্রতি। 

সিএনজি করে রওনা দিয়ে দেই আমরা। হালকা কুয়াশার মাঝে পেকুয়া উপজেলা দিয়ে যেতে যেতে গ্রাম বাংলার একটা অনুভূতি পাচ্ছিলাম। মাটির ঘর, ছোট ছোট বিলে সদ্য ফোটা শাপলা ফুল দেখে বেশ ভালোই লাগছিলো। 

প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট পর আমরা পৌঁছে যাই মগনামা ঘাট। আকাশ তখন পুরো পরিষ্কার। মেঘহীন নীল আকাশের প্রতিফলনে বেশ সুন্দর লাগছিলো মগনামা ঘাট। 

মগনামা ঘাট থেকে বড়ঘোপঘাটের নৌকায় উঠি আমরা। নৌকা ভাড়া ৩০ টাকা জন প্রতি। স্পিডবোটেও যাওয়া যায়। ভাড়া ৮০-১০০/- 

বড়ঘোপঘাট থেকে হোটেল সমুদ্র বিলাস আর ডাকবাংলো কাছে। আমরা বড়ঘোপঘাটে নেমে সেখান থেকে ৩০ টাকা রিকশা ভাড়া দিয়ে চলে গেলাম হোটেল সমুদ্রবিলাসে। 

ডাক বাংলোতেও থাকা যায় এখানে আসলে তুলনামূলক কম খরচে। 

আমরা হোটেল সমুদ্র বিলাসের একটা ডাবল রুম নেই যেটার ভাড়া পড়ে ১০০০ টাকা। ডাবল রুমে সহজভাবেই দুই বেডে ৪ জন থাকা যাবে। 

রুন নেয়ার পর নাস্তা করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরের পর বের হয়ে যাই সমুদ্র দেখতে। 

আর আমাদের তাঁবুটারও একটা টেস্ট সেট আপ করে নেই। 

দুপুরে সমুদ্র বিলাস থেকে খেয়ে আমরা রেডি হয়ে বের হয়ে যাই বায়ু বিদ্যুৎ কেন্দ্র দেখতে। 

এই প্রথম একসাথে বড় বড় উইন্ডমিল দেখে বেশ অন্যরকমই লাগছিলো। 

বায়ু বিদ্যুৎ কেন্দ্রের সমুদ্র সৈকতটাই পুরো দ্বীপে সবচেয়ে সুন্দর দ্বীপ। সেখানে দেখা সূর্যাস্তটাও অনেক বেশি সুন্দর ছিলো। 

সূর্যাস্তের পর আমরা হোটেলে চলে আসি। বাজারটা ঘুরে দেখি আর হালকা কিছু খেয়ে নেই সন্ধ্যায়। বিচে হাঁটাহাঁটি করে রাতের খাবার সেড়ে প্রস্তুতি নেই ক্যাম্পিং এর৷ রাতে ১১ টার দিকে তাবু, হোটেলের কম্বল নিয়ে বের হয়ে যাই। সেদিন পূর্ণিমা ছিলো। চাঁদ এতো সুন্দর লাগছিলো যে হোটেল বরাবর বিচেই তাঁবু সেট আপ করে ফেলি। আর তারপর ঠান্ডা শীতের রাতে সাগরের পাড়ে পূর্ণিমা বিলাস করতে থাকি। 

হালকা হালকা ঘুম আর প্রথম ক্যাম্পিং এর এক্সাইমেন্টে ভালোই যায় রাত। যদিও শুধুমাত্র দুইজন হওয়ার একটা ভয় কাজ করছিলো। 

তাও হোটেল বয় এর নাম্বার নিয়ে আসছিলাম আর কথা শুনে কোন রিস্ক ছিলো না বলেই মনে হয়েছিলো। 

সকালে শান্ত সাগরের পাড়ে হেঁটে হোটেল রুমে এসে ঘুম দেই একটা। 

১১ টার দিকে উঠে নাস্তা করে নেই। ১২ টায় চেক আউট করে একই ভাবে বড়ঘোপঘাটে এসে সেখান থেকে মগনামা ঘাট এসে সিএনজি নিয়ে চকরিয়া চলে আসি। চকরিয়া থেকে কক্সবাজার এসে সূর্যাস্ত দেখে শেষ করি আমাদের ট্রিপ। 


রুট - 

ঢাকা - চকরিয়া - মগনামা ঘাট - বড়ঘোপঘাট - হোটেল সমুদ্রবিলাস। 


খরচ - 

বাস ভাড়া যাওয়া আসা - ১৬০০/- 

হোটেল জন প্রতি - ২৫০/- চার জন গেলে। 

বাকি সব ভাড়া খাওয়া দাওয়া মিলিয়ে আর ১০০০/- এর মতো লেগেছিলো। 


ক্যাম্পিং করার ভিডিও  এবং ডিটেইলস - 



বিশেষ অনুরোধ - 

কুতুবদিয়া দ্বীপের কিছু জায়গা এমনিই অনেক অপরিচ্ছন্ন। ট্রাভেলার হিসেবে আমাদের প্রথম দায়িত্ব পরিবেশ এবং প্রকৃতি পরিচ্ছন্ন না করা। কেউ কুতুবদিয়া গেলে অবশ্যই আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলবেন।

Comments

Popular posts from this blog

Top 5 Resorts Near Dhaka for Day/Night Stay

EDEN GARDEN RESORT - A Perfect Getaway Place at Savar, Away From the City

Saint Martin Trollar Journey - An Epic Adventure