Matir Ghor - A Beautifully Decorated Restaurant of Bangla Cuisine Near Dhaka

মাটির ঘর - Matir Ghor। ঢাকা থেকে স্বল্প দূরে একটু নিরিবিলি মাটির ঘরে মাটির প্লেটে ভাত ভর্তা খেতে চাইলে এই জায়গাটি যেন একদম টেইলর মেইড। 

এটি হচ্ছে গাজীপুর জেলার ঢাকা সিটি বাইপাস রোডের পাশে পানজুরা মোড়ে অবস্থিত। এখানে ঢাকা থেকে দুইটা রুটে আসা যায়৷ ৩০০ ফিট হয়ে কাঞ্চন ব্রীজের আগে বামে চলে আসলেই হবে। জিন্দা পার্কের কাছেই। আর উত্তরা-টঙ্গী থেকে আসলে আব্দুল্লাহপুর এর পাশে দিয়ে অথবা টঙ্গীর মিরেরবাজার হয়ে আসা যাবে। 

 আমরা মিরেরবাজার হয়ে যাই। আমাদের সময় লাগে ১ ঘন্টার একটু কম। 

  


 রাস্তার পাশেই যখন ভেতরে ঢুকবেন তখন এরকম গাড়ি রাখার জায়গা দেখতে পাবেন। 

 দেখে বুঝা যাচ্ছিলো যে যতটা সম্ভব ন্যাচারালভাবে ডেকোরেট করা হয়েছে জায়গাটা। একটা ছোট পুকুর, ছোট ছোট ঘর, কাঠের বেঞ্চ সবকিছুতেই চেষ্টা করা হয়েছে যতটা ন্যাচার ফ্রেন্ডলি রাখা যায়। 



একটা মাটির ঘরে এরকম কাঠের গুড়ির চেয়ার আর টেবিলে খাবার দেওয়া হচ্ছিলো। সুন্দর মাটির জগ আর গ্লাসও বেশ সুন্দর লাগছিলো। 

পুরো জায়গাটা ঘুরে দেখার আগে আমরা খাবার অর্ডার দিয়ে নেই। হোয়াইট বোর্ডের এই মেনু থেকে এক ঝলক দেখে নেই কি কি ছিলো ঐদিন। 

বসার পর এই মেনুটা আমাদের দেয়া হয়। 

আমরা এখান থেকে টমেটো ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা, হাসের মাংস, কালা ভুনা, ফুল বেগুনি, শশা টমোটোর সালাদ আর ডাল নেই। 

দামটা একটু বেশি তবে ঢাকার ভেতরের অনেক রেস্তোরার মতোই। সেই হিসেবে এরকম এনভায়রনমেন্টে রিজনেবলই বলা যায়। 

খাবার আসতে আসতে ১৫-২০ মিনিট লাগবে বললো।

প্রায় ২০ মিনিট পরই খাবার আসে। মাটির প্লেটে গরম গরম ভাত দেখেই খুদা আরো বেড়ে যাই। 



সো খাবারের রিভিউ বললে সবচেয়ে ভালো ছিলো কালা ভুনা আর ফুল বেগুনি, হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল লাগে বাট ঝালপ্রেমীরা হয়ত বেশ পছন্দ করবেন। 

আর ভর্তা সবগুলাই মোটামুটি ছিলো তবে কিছুটা হতাশজনক ছিলো শুটকি ভুনা। মাংস একটাই দুইজন সহজে শেয়ার করে খেতে পারবেন। 

 ৪ জন মিলে ১৩৯০ টাকা বিল আসে। সাথে ১০৪ টাকা ভ্যাট মিলিয়ে মোট বিল ১৪৯৪ টাকা। 

খাবার পর চায়ের অর্ডার দেই। এটা হচ্ছে তাদের চা বানানোর জায়গা। 

চা টা দেখতে যত সুন্দর লাগছিলো, টেস্ট ততই কম ছিলো। গুড়া দুধের চা আর হালকা লিকার মিলিয়ে ঠিক জমে নাই ব্যাপারটা। 

যাওয়া আসা সহ সম্পূর্ণ মাটির ঘর ভিডিও -


তো আজকের মতো এ পর্যন্তই। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখাটি ভালো লেগে থাকলে আর এরকম আরো খাওয়া দাওয়া ঘুরাঘুরি রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ৷ 


Comments

Popular posts from this blog

Top 5 Resorts Near Dhaka for Day/Night Stay

EDEN GARDEN RESORT - A Perfect Getaway Place at Savar, Away From the City

Saint Martin Trollar Journey - An Epic Adventure