Mysterious Waterfall of Sreemangal - HumHum Jhorna | হামহাম

হামহাম শ্রীমঙ্গল শহর থেকে দূরে ভারতের বর্ডারের কাছে অবস্থিত সুন্দর একটি ঝর্ণা। বৃষ্টি হলেই পাহাড়ি ঢলে এই ঝর্ণার সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। আমরাও সারারাত বৃষ্টি হওয়ার পরও একটু রিস্ক নিয়েই যাই হামহাম ঝর্ণা দেখতে।


আমরা সকাল ১০ তার দিকে আমাদের শ্রীমঙ্গল মাধবীলতা ইকো রিসোর্ট থেকে চান্দের গাড়ি নিয়ে রওনা দেই হামহাম ঝর্ণার জন্য। শ্রীমঙ্গলের সুন্দর চা বাগানের মধ্য দিয়ে চান্দের গাড়ি নিয়ে যেতে বেশ ভালো লাগছিলো। দু পাশে চা বাগান আর সবুজের সমারোহ। শ্রীমঙ্গল শহর থেকে বের হয়ে বেশ অনেকটা দূরে ইন্ডিয়ার বর্ডারের কাছে হচ্ছে হামহাম ঝর্ণা। গাড়ি যেখানে গিয়ে থামে সেখান থেকে গাইড নিয়ে আমরা ১২ টার দিকে রওনা দেই হামহাম যাওয়ার জন্য। আগের দিন সারারাত বৃষ্টি হওয়ার কারণে যাওয়ার রাস্তা অনেকটা পিচ্ছিল ছিলো। আমারা সবাই বেশ সাবধানে যেতে থাকি। তারপরও একটু পর পর এক এক জন করে যে আছাড় খাচ্ছিল তাতে ব্যাপারটা খুব একটা খারাপ হয় নাই। এভাবেই আছাড় খেতে খেতে আমরা পৌঁছে যাই হামহাম ঝর্ণায়। আগের দিন রাতে অনেক বৃষ্টি হয়। তাই ঝর্ণায় অনেক পানি ছিল। দেখে মন অনেক ভালো হয়ে যায়। আর আরো ভালো যেটা লাগে তা হলো ঝর্ণায় মানুষ একদম ছিল না বললেই চলে।



Madhabilata Eco Cottage | রিজনেবল দামে নৈসর্গিক রিসোর্ট - মাধবীলতা ইকো কটেজ রিভিউ




Comments

Popular posts from this blog

Top 5 Resorts Near Dhaka for Day/Night Stay

EDEN GARDEN RESORT - A Perfect Getaway Place at Savar, Away From the City

Saint Martin Trollar Journey - An Epic Adventure