Podda Setu Tour - পদ্মা সেতু ট্যুর আর মাওয়া ঘাটে ইলিশ খাওয়া

স্বপ্নের পদ্মা সেতু  উদ্বোধন হওয়ার পর থেকেই ইচ্ছা ছিলো সেতুটিকে কাছে থেকে দেখার। তাই একদিনে পদ্মা সেতু যেয়ে আর সাথে মাওয়া ঘাট থেকে পদ্দার রুপালি ইলিশ খেয়ে একটা ট্যুর প্ল্যান করি। সেই সম্পূর্ণ ট্যুর এর বিস্তারিত ই থাকছে আজকের পদ্মা সেতু ট্যুরে।


আমরা ঢাকার যাত্রাবাড়ী হয়ে ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে যাই পদ্মা সেতুতে। সেতুতে যাওয়ার আগে আমরা যাই মাওয়া ফেরি ঘাটে পদ্দার রূপালি ইলিশ খেতে। সেতুতে না উঠে আমরা মাওয়া ঘাটের রাস্তা ধরে চলে যাই মাওয়া ঘাটে। সেখানে দরদাম করে একটা প্রায় ১ কেজি ওজনের ইলিশ নেই। মাওয়া ঘাটে ইলিশ খেতে আসলে আমি মনে করি ঘাটে যাওয়ার হেঁটে যাওয়ার যে রাস্তা, সে রাস্তার পাশের হোটেলগুলো থেকেই খাওয়া ভালো। তাতে দামও একটু কম পড়ে আর ইলিশ ও তাজা পাওয়ার চান্স থাকে। 



আমরা সেরকমই একটা হোটেল থেকে ইলিশ নেই। এখানে ইলিশ নিলে সরিষার তেল দিয়ে ইলিশ ভেজে দেয় আর সাথে লেজ ভর্তা, বেগুন ভাজি এসব মিলিয়ে দারুণ একটা লাঞ্চ করা যায়। আমারা সেরকমই একটা লাঞ্চ শেষে চলে যাই ওপর পাশে পুরাতন মাওয়া ঘাটের দিকে। পুরাতন মাওয়া ঘাট থেকে নৌকা নিয়ে আমরা পদ্মা নদী থেকে পদ্মা সেতু দেখি। পদ্মা নদী থেকে বিশাল এই পদ্মা সেতু দেখার অভিজ্ঞতাটা ছিলো সবচেয়ে বেশি মনে রাখার মত। এরপর নদী থেকে পদ্মা সেতু দেখে আমরা যাই পদ্মা সেতুর টোল প্লাজার দিকে। পদ্মা সেতু পাড়ি দিয়ে ওপাড়ে ঘুরে আসার জন্য।  



৭৫০+৭৫০ মোট ১৫০০ টাকার টোল দিয়ে আমরা পদ্মা সেতুর ওপাড় যেয়ে ঘুরে আবার এপাড়ে চলে আসি।

পদ্মা সেতু ডে ট্রিপ -



Comments

Popular posts from this blog

Top 5 Resorts Near Dhaka for Day/Night Stay

EDEN GARDEN RESORT - A Perfect Getaway Place at Savar, Away From the City

Saint Martin Trollar Journey - An Epic Adventure