PANAM City - পানাম নগর | Day Trip to Panam Nogor - পানাম নগরে একদিন
Panam City / পানাম নগর Trip
পানাম সিটি কিংবা পানাম নগর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত প্রাচীন বাংলার রাজধানী। ঢাকা থেকে খুব সহজেই একদিনে ঘুরে আাসা যায় এই পানাম নগর থেকে। আর সাথে দেখে আসা যায় লোকশিল্প জাদুঘর যা সোনারগাঁও জাদুঘর নামেও পরিচিত।
পানাম নগরের ছোট্ট শহরে ঢুকেই মনে হয়েছিল চলে এসেছি প্রায় ৭০০-৮০০ বছর পুরনো প্রাচীন বাংলার কোন এক সভ্যতায়। অভিজ্ঞতাটা টাইম ট্রাভেল থেকে কোন অংশে কম মনে হয়নি। হঠাৎই চোখের পলকে প্রায় ৭০০-৮০০ বছর পুরোনো কোন এক সময়ে চলে যাওয়া। সব মিলিয়ে বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা।
পানাম নগর নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড় নগর, খাস নগর, পানাম নগর -প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগরী গড়ে ওঠে।
Panam City or Panam Nagar is the capital of ancient Bengal located in Sonargaon, Narayanganj. Panam Nagar is easily accessible from Dhaka in one day. And you can see Folk Art Museum which is also known as Sonargaon Museum.
As soon as I entered the small town of Panam Nagar, I felt as if I had gone to a civilization of ancient Bengal, about 700-800 years old. The experience felt nothing short of time travel. Suddenly, in the blink of an eye, going back to a time about 700-800 years old. All in all quite a different experience.
Panam Nagar is a traditional ancient town located in Sonargaon, Narayanganj district. Bara Nagar, Khas Nagar, Panam Nagar - Ancient Sonargaon, Panam was the most interesting of these three cities. There are many centuries-old buildings, which relate to the history of the Bar Bhuiyans of Bengal. Sonargaon is a city built on an area of 20 square kilometers.
Comments
Post a Comment