Tetulia Panchagarh Tour - পঞ্চগড় তেতুলিয়া ট্রিপ

ঢাকা থেকে পঞ্চগড়, সেখান থেকে তেতুলিয়া জিরো পয়েন্টে তেতুলিয়া ডাক বাংলো, সাথে ভারত বাংলাদেশ বর্ডারের কোল ঘেষে যাওয়া মহানন্দা নদীর উপর দিয়ে শিলিগুড়ি যাওয়ার ব্রীজ দেখা। তার সাথে তেতুলিয়ার শেষ প্রান্তে দেখা সবচেয়ে সুন্দর সমতল ভূমির চা বাগান। তেতুলিয়া থেকে ভারতের বর্ডার ধরে বাংলাবান্ধা জিরো পয়েন্ট যাওয়া। সেখান থেকে পঞ্চগড়ের রওশনপুরে অবস্থিত কাজী এন্ড কাজী চা বাগান দেখে আনন্দধারা রিসোর্ট ঘুরে আসা। সব শেষ করে সন্ধ্যায় উত্তরবঙ্গের কনকনে শীতে আবার পঞ্চগড় শহরে ফিরে আসা ৷ 




তেতুলিয়া ডাক বাংলো

একদিনে এসব কিছুই ঘুরে আসা যায় দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় থেকে। আর নভেম্বর থেকে জানুয়ারি মাসে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা সহ উত্তরবঙ্গের কনকন শীতটাও উপভোগ করে আসা যায়। 

আমরা তেতুলিয়া, পঞ্চগড়, বাংলাদেশের বিখ্যাত স্থান এবং পঞ্চগড়ের অন্যান্য পর্যটন স্থানের সৌন্দর্যের সাক্ষী হতে আমাদের পঞ্চগড় ট্যুরের প্ল্যান করি। আমাদের দুই দিনের ট্রিপ ছিল যেখানে প্রথম দিন ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে একতা এক্সপ্রেসযোগে পঞ্চগড় গিয়েছিলাম। আমরা উত্তরবঙ্গের ট্রেন যাত্রাটা উপভোগ করতে চেয়েছিলাম। 

বাংলাবান্ধা বর্ডার 

আমরা সকাল ১১টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে রাত ১০.৩০ মিনিটে পঞ্চগড় বীর সিরাজুল রেলওয়ে স্টেশনে পৌঁছাই। প্রায় ১২ ঘন্টার লম্বা যাত্রা যেখানে আমরা উত্তরবঙ্গের সুন্দর সুন্দর কিছু দৃশ্য উপভোগ করেছি।

ট্রেন যাত্রার সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন আমরা যমুনা সেতু দিয়ে যমুনা নদী পার হচ্ছিলাম। ব্রিজ থেকে আমরা জমুনা নদীর যে দৃশ্য দেখতে  পেয়েছি তা ছিল মনে রাখার মত।

পঞ্চগড় রেলস্টেশনে পৌঁছে আমরা একটি হোটেলে গেলাম এবং সেখানে রাত যাপন করলাম। এরপর নুরজাহান হোটেল থেকে আমাদের রাতের ডিনারটা বেশ ভালো ছিল।

মহানন্দা নদী 

পরের দিন আমরা পঞ্চগড়ের প্রধান শহর থেকে তেতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম পঞ্চগড়ের সবগুলো পর্যটন স্থান ঘুরে দেখার জন্য। আমাদের পরিকল্পনা ছিল তেতুলিয়া ডাক বাংলো, তেতুলিয়া জিরো পয়েন্ট, ভারত-বাংলাদেশ সীমান্তের সুন্দর মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, কাজী ও কাজী চা বাগান এবং সুন্দর অনন্দধারা রিসোর্ট দেখার।

বর্ডার সংলগ্ন চা বাগান

এই সমস্ত পঞ্চগড় পর্যটন স্থানগুলির সৌন্দর্যের সাক্ষী হয়ে তেতুলিয়ায় আমরা একটি দুর্দান্ত দিন পার করি। আমি শিউর আপনি যদি শীতকালে তেতুলিয়া বা পঞ্চগড়ে ডে ট্যুরের পরিকল্পনা করে থাকেন তবে আপনার অবশ্যই ভালো লাগবে। এবং যদি আপনি ভাগ্যবান হন তবে আপনি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন যা বিশ্বের ৩য় সর্বোচ্চ শৃঙ্গ।

আনন্দধারা রিসোর্ট

We have planned our journey to Tetulia, Panchagarh, Bangladesh to witness the infamous places of Tetulia and other Panchagarh tourist places. We had a two day trip where on the first day, we went to Panchagarh from Dhaka Airport railway station via Ekota Express. We wanted to feel the Train journey to North Bengal.

কাজী টি স্টেট

We started our journey from Dhaka at around 11 am and reached Panchagarh Bir Sirajul Railway Station at 10.30 pm at night. Almost 12 hours journey where we enjoyed the beautiful scenes of North Bengal. 

The best part of the train journey was when we were crossing the Jamuna River by the Jamuna bridge. The view we got from the bridge was spectacular. 

After reaching the railway station at Panchagarh, we went to a hotel and stayed the night there. The dinner we had from Nurjahan Hotel was incredible. 

The next day we started our journey for Tetulia from Panchagarh main city to visit all the Panchagarh Tourist Places. Our plan was to visit Tetulia Dak Bangalow, Tetulia Zero point, the beautiful Mohanonda river on the India-Bangladesh border, Banglabandha Zero point,  Kazi and Kazi tea state and the beautiful Anondodhara resort. 

We had a wonderful day trip to Tetulia by witnessing the beauty of all these Panchagarh Tourist places. I am sure if you are planning a day trip to Tetulia or Panchagarh in the winter, you will surely love it. And if you are lucky, you will be able to see the Kanchanjangha Peak as well which is the 3rd highest peak in the world.


পঞ্চগড় তেতুলিয়া ট্রিপের ভিডিও - 




Comments

Popular posts from this blog

Top 5 Resorts Near Dhaka for Day/Night Stay

EDEN GARDEN RESORT - A Perfect Getaway Place at Savar, Away From the City

Saint Martin Trollar Journey - An Epic Adventure