Tetulia Panchagarh Tour - পঞ্চগড় তেতুলিয়া ট্রিপ
ঢাকা থেকে পঞ্চগড়, সেখান থেকে তেতুলিয়া জিরো পয়েন্টে তেতুলিয়া ডাক বাংলো, সাথে ভারত বাংলাদেশ বর্ডারের কোল ঘেষে যাওয়া মহানন্দা নদীর উপর দিয়ে শিলিগুড়ি যাওয়ার ব্রীজ দেখা। তার সাথে তেতুলিয়ার শেষ প্রান্তে দেখা সবচেয়ে সুন্দর সমতল ভূমির চা বাগান। তেতুলিয়া থেকে ভারতের বর্ডার ধরে বাংলাবান্ধা জিরো পয়েন্ট যাওয়া। সেখান থেকে পঞ্চগড়ের রওশনপুরে অবস্থিত কাজী এন্ড কাজী চা বাগান দেখে আনন্দধারা রিসোর্ট ঘুরে আসা। সব শেষ করে সন্ধ্যায় উত্তরবঙ্গের কনকনে শীতে আবার পঞ্চগড় শহরে ফিরে আসা ৷ তেতুলিয়া ডাক বাংলো একদিনে এসব কিছুই ঘুরে আসা যায় দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় থেকে। আর নভেম্বর থেকে জানুয়ারি মাসে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা সহ উত্তরবঙ্গের কনকন শীতটাও উপভোগ করে আসা যায়। আমরা তেতুলিয়া, পঞ্চগড়, বাংলাদেশের বিখ্যাত স্থান এবং পঞ্চগড়ের অন্যান্য পর্যটন স্থানের সৌন্দর্যের সাক্ষী হতে আমাদের পঞ্চগড় ট্যুরের প্ল্যান করি। আমাদের দুই দিনের ট্রিপ ছিল যেখানে প্রথম দিন ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে একতা এক্সপ্রেসযোগে পঞ্চগড় গিয়েছিলাম। আমরা উত্তরবঙ্গের ট্রেন যাত্রাটা উপভোগ করতে চেয়েছিলাম। বাংলাবান্ধা বর্ডার আমরা সকাল ১১ট