Matir Ghor - A Beautifully Decorated Restaurant of Bangla Cuisine Near Dhaka

মাটির ঘর - Matir Ghor । ঢাকা থেকে স্বল্প দূরে একটু নিরিবিলি মাটির ঘরে মাটির প্লেটে ভাত ভর্তা খেতে চাইলে এই জায়গাটি যেন একদম টেইলর মেইড। এটি হচ্ছে গাজীপুর জেলার ঢাকা সিটি বাইপাস রোডের পাশে পানজুরা মোড়ে অবস্থিত। এখানে ঢাকা থেকে দুইটা রুটে আসা যায়৷ ৩০০ ফিট হয়ে কাঞ্চন ব্রীজের আগে বামে চলে আসলেই হবে। জিন্দা পার্কের কাছেই। আর উত্তরা-টঙ্গী থেকে আসলে আব্দুল্লাহপুর এর পাশে দিয়ে অথবা টঙ্গীর মিরেরবাজার হয়ে আসা যাবে। আমরা মিরেরবাজার হয়ে যাই। আমাদের সময় লাগে ১ ঘন্টার একটু কম। রাস্তার পাশেই যখন ভেতরে ঢুকবেন তখন এরকম গাড়ি রাখার জায়গা দেখতে পাবেন। দেখে বুঝা যাচ্ছিলো যে যতটা সম্ভব ন্যাচারালভাবে ডেকোরেট করা হয়েছে জায়গাটা। একটা ছোট পুকুর, ছোট ছোট ঘর, কাঠের বেঞ্চ সবকিছুতেই চেষ্টা করা হয়েছে যতটা ন্যাচার ফ্রেন্ডলি রাখা যায়। একটা মাটির ঘরে এরকম কাঠের গুড়ির চেয়ার আর টেবিলে খাবার দেওয়া হচ্ছিলো। সুন্দর মাটির জগ আর গ্লাসও বেশ সুন্দর লাগছিলো। পুরো জায়গাটা ঘুরে দেখার আগে আমরা খাবার অর্ডার দিয়ে নেই। হোয়াইট বোর্ডের এই মেনু থেকে এক ঝলক দেখে নেই কি কি ছ...