Rain Forest Eco Resort Gazipur - A Very Nature Friendly Resort

RAIN FOREST ECO RESORT ঢাকার কাছাকাছি গাজীপুরের মাওনাতে অবস্থিত এই রেইন ফরেস্ট ইকো রিসোর্টে গিয়েছিলাম আমরা। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ধরে দেড়-দুই ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এই রিসোর্টে। আমরা এই রিসোর্টে তাদের ২৪ ঘন্টার প্যাকেজে গিয়েছিলাম। রিসোর্টের যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগে তা হলো তাদের রুম। রুমের গেট আপ থেকে শুরু করে ওয়াশরুমের অ্যামিনিটিস সবকিছুই অনেক ভালো ছিলো। তবে খাবার আর সার্ভিস এখনো অন্যান্য রিসোর্টের তুলনায় পিছিয়ে। এর কারণ হচ্ছে তারা এখনও সম্পূর্ণ কন্সট্রাকশন শেষ করে নি। তবে সবকিছু মিলিয়ে গাজীপুরের মধ্যে এই বাজেটে রিসোর্টটি বেশ ভালোই বলা যায়। আশা করি তাদের ফুল কন্সট্রাকশন শেষ হলে খাবার এবং সার্ভিস এর কোয়ালিটি আরও উন্নত হবে। তখন ঢাকার কাছের রিসোর্টগুলোর মধ্যে এই রিসোর্টটিও বেশ ভালো একটি অপশন হয়ে উঠবে। Route Dhaka - Gazipur Chowrasta - Mawna Flyover - U-turn - Mawna Bormi Road - Shatkhamair Bazar - Resort Cost Starts from 8 000/- for 2 people. Includes Cottage, Lunch, Dinner, Breakfast We went to Rain Forest Eco reso...